স্বপ্নভূমি ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলার ঘটনায় সরকার কয়েক দিনের মধ্যে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অভিযানের জন্য যৌথ বাহিনী গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওই ক্যাম্পটি আমরা সম্প্রতি চালু করেছি। যারা হামলা করছে, তাদের ধরার জন্য যৌথ বাহিনী প্রস্তুত। কয়েক দিনের মধ্যে ভালো সংবাদ শুনতে পাবেন। যৌথ বাহিনী অভিযান চালিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।”
এর আগে সোমবার সন্ধ্যায় গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানের সময় সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালায়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, সন্ত্রাসীরা হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরে পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে হামলাকারীরা পিছু হটে পালিয়ে যায়। ঘটনায় পুলিশের কেউ হতাহত হয়নি।
ওসি আনোয়ার আলম আজাদ আরও জানান, হামলাকারীরা গত বছরের আগস্টে আশেপাশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে যে অস্ত্র লুট করেছিল, এবার সেই লুট করা অস্ত্র ব্যবহার করেছে। তিনি বলেন, “এটি খুবই উদ্বেগজনক, আমরা নিশ্চিত হয়েছি লুট হওয়া অস্ত্র দিয়েই হামলা হয়েছে।”
ঘটনার পর স্থানীয় মানুষজন উদ্বিগ্ন হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে। এ লক্ষ্যে যৌথ বাহিনী বিশেষ অভিযান শুরু করবে।